ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কষ্টার্জিত জয় বার্সার

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২১, ০৫:৩৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ০৫:৪৩

লা লিগার বিগ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে কষ্টার্জিত জয় পেল বার্সেলোনা। মাঝে ছন্দপতনের পর গোল মিললেও একসময় পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল। তবে ভিয়ারিয়ালের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের ঘরে শনিবার রাতে ৩-১ গোলে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ল কাতালানরা।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর বার্সেলোনা এগিয়ে যায়। ৪৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ভলিতে মেমফিসের প্লেসিং গোলকিপারের শরীরে লেগে অন্য প্রান্তে ডি ইয়ং পেয়ে যান। এই ডাচ মিডফিল্ডার ফাঁকায় থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়াতে সময় নেননি।

১-১ গোলে স্কোরলাইন রেখে ম্যাচ যখন শেষের দিকে। তখন বার্সার ঝলক শুরু। শেষ মুহূর্তে দুই গোল দিয়ে ভিয়ারিয়ালকে ব্যাক ফুটে ফেলে দেয় জাভি হেরনান্দেজের দল।

ম্যাচে ভিয়ারিয়াল আক্রমণ বেশি করলেও লক্ষ্যে শট রাখতে ভুগেছে তারা। তাদের ১৪ শটের মাত্র দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সেলোনার ১২ শটের ছয়টি লক্ষ্যে ছিল। চলতি লিগে প্রতিপক্ষের মাঠে এটাই তাদের প্রথম জয়।

বার্সেলোনা ১৪ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। সমান ম্যাচে ভিয়ারিয়াল চতুর্থ হারে আগের ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ