ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

এবার বিসিবির প্লেয়ার্স লিস্টে ‘বাংলাদেশ’ বানানই ভুল!

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২১, ১১:১৯

একের পর এক ভুল করে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শুক্রবার) শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। টেস্টের প্রথম দিনে অদ্ভুত এক ভুল করলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

খেলোয়াড় তালিকার এক জায়গায় ‘বাংলাদেশ’ লেখার বানান করেছে। লেখা থাকার কথা ছিল- Alesha Holdings Bangladesh Vs Pakistan Test Series। কিন্তু লেখা রয়েছে Alesha Holdings ‘Bamgladesh’ Vs Pakistan Test Series।

গত কিছুদিন ধরে কোনও কাজই ঠিকঠাক হচ্ছে না বিসিবির। একটি করতে গিয়ে আরেকটি করে ফেলছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক সপ্তাহের ব্যবধানে ভুলের সংখ্যা কেবল বাড়ছেই। উদাসীনতা-অবহেলার কারণেই ঘটছে এমন সব ঘটনা। অদ্ভুত সব ভুলে বিসিবির দায়িত্ব নিয়েই প্রশ্ন উঠছে। সাকিব আল হাসানের মাথা কেটে শহীদুল ইসলামের ছবি বসিয়ে দেওয়া, টিকিটে সকাল ১০টায় ম্যাচ শুরুর বদলে রাত ১০টায় শুরু লেখা- এর কোনও কিছুর দায় এড়াতে পারে না বিসিবি।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে। প্রতিদিনের খেলা সকাল ১০টা থেকেই শুরু হবে। কিন্তু টিকিটের গায়ে লেখা ম্যাচ শুরু রাত ১০টায়! বিসিবির উদাসীনতায় এমন অদ্ভুত ভুল হয়েছে।

টিকিটের গায়ে মূলত ‘এএম’ ও ‘পিএম’-এ ভুল করেছে টিকিটিং কমিটি। অর্থাৎ, ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেওয়া সূচির পার্থক্য পাক্কা ১২ ঘণ্টা। টিকিট ছাপানো বিতরণ ও বিক্রি পুরো প্রক্রিয়াটি হয় বোর্ডের অধীনে। তাই টিকিটে কী লেখা থাকবে না থাকবে সেখানে ভুল হলে সেটি বোর্ডের ওপরই বর্তায়। শুধু প্রথম দিনের টিকিটে নয়, পুরো পাঁচ দিনের টিকিটেই এমন ভূতুড়ে ভুল হয়েছে।

এছাড়া গত ২২ নভেম্বর শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হয় পেসার শহীদুল ইসলামের। গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন মূল্যবান উইকেট শিকার করায় বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজেও শহীদুলের ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু বিতর্ক ঠিক ওই ছবিটি নিয়েই। কারণ, গ্রাফিক্সের কারসাজিতে সাকিবের শরীরে শহীদুলের মাথা বসানো হয়েছিল।

একের পর এক টানা এমন ভুলের দায় কি বিসিবি এড়াতে পারে?

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ