টি২০ বিশ্বকাপে টাইগারদের চরম ব্যর্থতার পর সমর্থকদের মাঝে আলোচনা-সমালোচনা কম হয়নি। এতো সমালোচনার মাঝেও ক্রিকেটারদের পক্ষ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তা মাঠে ক্রিকেটারদের প্রেরণা যোগাবে বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান এ কথা বলেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। জিনিসটা দেখেছি এবং শুনেছি। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার এই কথাটা আমাদের আরও অনেক প্রেরণা যোগাবে।’
রিয়াদ আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা কথা। আর উনি আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দেন সাপোর্ট করেন। যেভাবে আগলে রাখেন সেটা অবিশ্বাস্য। আমরা এতটুকু নিশ্চিত করব যে আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে এই সিরিজটা খেলব।’
আরও পড়ুন : আপনারা এত হতাশ হচ্ছেন কেনো?
এর আগে গতকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন, আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। একেই তো প্যানেডেমিকের সময়ে সেরকম ইয়ে হয়নি। মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। তারপরও বাংলাদেশে আজকে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।… আমি বলব, যেটুকু পেরেছে আমি সেটাই…।’
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ