ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শান্তনার জয় নিয়ে বাড়ির পথে ভারত

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২১, ০০:২৬

আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়েছে ভারত। তাইতো নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি ছিল শুধুমাত্র নিয়মরক্ষার খেলা। এই ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এরই মধ্য দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলো বিরাট কোহলিরা। টানা দুই ম্যাচে হারের পর টানা তিন ম্যাচে জিতেও সেমির মুখ দেখলো না স্বাগতিকরা।

আজ সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে জিতেছে রোহিত-কোহলিরা। নামিবিয়ার দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে পেরিয়ে যায় ভারত। ব্যাট হাতে ঝড়ো অর্ধশতক করেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

লক্ষ্য তাড়ায় শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাট করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। দ্রুতই রান তুলে দলকে জয়ের নিকটে নিয়ে আসে তারা। এই যুগলের ৮৬ রানের জুটি ভাঙলে সাজঘরে ফেরেন রোহিত। ৩৭ বলে ৫৬ রান করে জ্যান ফ্রাইলিংকের শিকার হন তিনি। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি ভারতকে। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন রাহুল। ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে, ব্যাট করতে এসে শুরুতে দারুণভাবে ব্যাট চালান দুই ওপেনার স্টিফেন বার্ড ও মাইকেল ফন লিনগেন। পঞ্চম ওভারের চতুর্থ বলে তাদের ৩৩ রানের জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। ১৪ রান করে সাজঘরে ফেরেন লিনগেন। তিনে আসা ক্রেইগ উইলিয়ামসকে শূন্য রানে ফেরান রবীন্দ্র জাদেজা। নামিবিয়ান অধিনায়ক জেরহার্ড এরাসমাসকে ১২ রানের মাথায় ফেরান রবীচন্দ্রন অশ্বিন।

দলটির বড় তারকা অলরাউন্ডার ডেভিড উইসেকে ২৬ রানের মাথায় সাজঘরে ফেরান বুমরা। যদিও শেষের দিকে জ্যান ফ্রাইলিংক ও রুবেন ট্রাম্পলম্যানের ৭ বলে ১৫ রানের অপরাজিত জুটিতে মোটামুটি সংগ্রহ পায় নামিবিয়া।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ