ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে যে যার মুখোমুখি

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ০০:০১ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১, ০০:১৩

দুপুরেই চলিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের চার সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে যায়। তবে শেষ চারে কে কার মুখোমুখি হবে তা চূড়ান্ত হয়েছে রাতের ম্যাচে।

রোববার রাতে শারজায় অনুষ্ঠিত সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান ৭২ রানে স্কটল্যান্ডকে হারানোয় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠেছে। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে নিউ জিল্যান্ড।

অপর গ্রুপ থেকে ইংল্যান্ড চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া রানার্সআপ। ফরম্যাট অনুযায়ী ইংল্যান্ড খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১০ নভেম্বর আবু ধাবিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। পরদিন দুবাইয়ে খেলবে পাকিস্তান অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ