সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। ভারতকে হটিয়ে সেমিতে যেতে হলে এই লক্ষ্য পেরোতেই হবে কিউইদের। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফগানদের ম্যাচে ফেরান নাজিবুল্লাহ জাদরান। তার ঝড়ো ইনিংসে আট উইকেট হারিয়ে এই পুঁজি পায় আফগানরা। আজ রোববার আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ নবী।
শুরুতে ব্যাট করতে আসেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে শাহজাদকে সাজঘরে ফেরান এডাম মিলনে। ১১ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। পরের ওভারের প্রথম আরেক ওপেনার জাজাইকে ফেরান ট্রেন্ট বোল্ট। মাত্র দুই রান করে ফেরেন তিনি।
নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রহমানুল্লাহ গুরবাজও। টিম সাউদির লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ফেরার আগে ৯ বলে করেন ৬ রান। পাওয়ার প্লেতে তিন ব্যাটসম্যান হারানোর পর গুলবাদিন নাইবের সঙ্গে ছোট এক প্রতিরোধী জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান। তাদের ৩৭ রানের জুটি ভাঙেন ইশ সোধি। ১৮ বলে ১৫ করে বোল্ড হয়ে ফেরেন নাইব।
দলের বিপর্যয়ে ঝড়ো ব্যাট করেন জাদরান। অন্যরা রান না পেলেও চার ছয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। ৩৩ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় করেন ব্যক্তিগত অর্ধশতক। তাকে কিছু সময় সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ নবী। এই যুগলের ৫৯ রানের জুটি ভাঙেন সাউদি। ২০ বলে ১৪ করে কট অ্যান্ড বোল্ট হন তিনি।
দীর্ঘক্ষণ থিতু হয়ে বসা জাদরানকে ১৮তম ওভারে এসে ফেরান বোল্ট। ৪৮ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করে জেমস নিশামের ক্যাচ হন তিনি। নতুন ব্যাটসম্যান করিম জানাতকেও সাজঘরে ফেরান এই পেসার। বল হাতে তিনটি উইকেট নেন বোল্ট। এ ছাড়াও দুটি উইকেট শিকার করেন সাউদি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ