সুপার টুয়েলভের বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে আফগান বোলারদের উপর ঝড় তোলেন দুই ওপেনা রোহিত শর্মা ও লোকেশ রাহুল। শেষ দিকে সেটাকে আরও একটু বাড়িয়ে দেন রিশাভ পান্ত ও হার্দিক পান্ডিয়া। তাতেই বিশাল সংগ্রহ পায় ভারত।
আজ বুধবার রাতে আবুধারি শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে নির্ধারিত ওভারে ২১০ রান তোলে ভারত। ব্যাট হাতে ৪৭ বলে আট চার ও তিন ছয়ে ৭৪ রান করেন রোহিত। এ ছাড়াও ৪৮ বলে ছয়টি চার ও দুইটি ছক্কায় ৬৯ রান করেন রাহুল।
টসে হেরে ব্যাট করতে আসেন দুই ওপেনার রোহিম শর্মা ও লোকেশ রাহুল। অস্তিত্ব রক্ষার দিনে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলতে থাকেন এই যুগল। শুরু থেকেই আগফান বোলারদের উপর তোপ ঝেড়ে ব্যাট করেন তারা। এই যুগলের ১৪০ রানের বিশাল জুটি ভাঙেন করিম জানাত। এক্সট্রা কভার অঞ্চলে থাকা মোহাম্মদ নবীর তালুবন্দি হন রোহিত। ৪৭ বলে আট চার ও তিন ছয়ে ৭৪ রান করেন তিনি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ