এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল পাকিস্তান।
এর আগে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিল বাবর আজমের দল। মঙ্গলবার রাতে সুপার টুয়েলভে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়েছে পাকিস্তান। চলমান টুর্নামেন্টে এই নিয়ে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। টানা জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাকিস্তান।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৮৯ রান তুলেছে পাকিস্তান। জবাব দিতে নেমে ১৪৪ রানেই থেমে যায় নামিবিয়া।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও পরে কিছুটা প্রতিরোধ গড়ে নামিবিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মিচেলকে হারায় নামিবিয়া। হাসান আলীর বলে বোল্ড হয়ে ৪ রানে বিদায় নেন তিনি।
শুরুর ধাক্কা কাটিয়ে দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে নামিবিয়া। ক্রেইগ উইলিয়ামস ও স্টেফানের ওই জুটি থাকে আসে ৪৭ রান। নবম ওভারে স্টেফানের রানআউটে ভাঙে ওই জুটি। ২৯ বলে ২৯ রানে ফেরেন নামিবিয়ান ওপেনার।
মাঝে অধিনায়ক জেরার্ডকে আউর করেন ইমাদ ওয়াসিম। উইকেটে থিতু হওয়া ক্রেইগকে সাজঘরের পথ দেখান শাদাব খান। সেট ব্যাটসম্যানরা ফেরার পর নির্ধারিত ওভারে শেষ পর্যন্ত ১৪৪ রানে থেমে যায় নামিবিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন উইজ। ৩৭ বলে ৪০ রান করেন ক্রেইগ উইলিয়ামস।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সর্বশেষবার পাকিস্তান খেলেছিল ২০১২ সালে। এরপর ২০১৪ ও ২০১৬ আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়ছিল পাকিস্তানকে। এর মাধ্যমে দীর্ঘ এগারো বছর পর ফের শেষ চারের টিকেট নিশ্চিত করল তারা। তবে এর আগের চার আসরের সবগুলোতে পাকিস্তানই সেমিতে খেলেছিল। ফলে সবমিলিয়ে তারা সাত আসরের মধ্যে পাঁচবার শেষ চারে খেলতে যাচ্ছে। যা বিশ্বকাপের অনন্য এক রেকর্ড।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ