ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নামিবিয়াকে ১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল পাকিস্তান

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২১, ২১:৫৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২১, ২৩:৫৩

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান। শুরুতে নাবিমিয়ান বোলারদের তোপে রান তুলতে পারতেছিল না পাকিস্তানের ব্যাটসম্যানদের। প্রথম ৯ ওভার আসে দলীয় অর্ধশতক। এরপর উইকেটে থিতু হওয়া বাবর-রিজওয়ানের ব্যাটে বদলে যায় তারা। ঝড়ো ব্যাটে নামিবিয়াকে ১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তারা।

আজ মঙ্গলবার রাতে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। ব্যাট হাতে ৫০ বলে ৮ চার ও চার ছক্কায় ৭৯ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান। এ ছাড়াও সাত বাউন্ডারিতে ৪৯ বলে ৭০ রান তোলে বাবর।

টসে জিতে ব্যাট করতে এসে শুরুতে রান পাচ্ছিলেন না দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। নামিবিয়ান বোলারদের তোপে পড়ে বেশ সতর্কতার সঙ্গে ব্যাট করেন তারা। দলীয় অর্ধশতক গড়তে ৯ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। এরপর আর থেমে থাকতে হয়নি। এই জুটিতে দারুণভাবে এগিয়ে যায় রানে চাকা। অবশ্য ব্যক্তিগত ২ রানের মাথায় ফিরতে পারতেন রিজওয়ান। বল তার প্যাডে লাগায় আম্পায়ার লেগ বিফোরের সিদ্ধান্ত দেন। সফল আপিলে সেখান থেকে জীবন পান তিনি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ