ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাসকিনের আগুনে বলে সাবধানী প্রোটিয়ারা

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২১, ১৮:৩৬

দক্ষিণ আফ্রিকা: ৮.১ ওভারে ৪২/৩ (ফন ডার ডুসেন ৮*, বাভুমা ০)

২২ রানে নাইম-সৌম্যের আউটের পর ২৪ রানে ফিরেন মুশফিক এবং ৩৪ মাহমুদউল্লাহ। আর সর্বশেষ ৮৪ রানে গুটিয়ে যায় পুরো টিম। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাও শুরুতে বেশ বিপাকে পড়েন। ইতোমধ্যে ৩৩ রানে ৩ উইকেট হারিয়েছে দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে হেনড্রিক্সের বিদায়ের পর মেহেদীর বলে বোল্ড হন ডি কক। প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান শুরু থেকেই বেশ সাবধানী হলেও মেহেদীর ঘূর্ণি বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। ১৫ বলে ১৬ রান করেন কুক। এর পর মার্কাম ফিরেন তাসকিনের বলে ক্যাচ তুলে। শূন্য রানে ফিরেন প্রোটিয়া হার্ডহিটার।

শুরুতেই বিপদে দক্ষিণ আফ্রিকা

এর আগে ২০০৭ বিশ্বকাপে কেপটাউনে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে ৭ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে এবার ২০২১ বিশ্বকাপে এসেও কি সেটির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?

আজ মঙ্গলবার আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। অভিজ্ঞ সৌম্য-মুশফিক-মাহমুদউল্লাহদের ব্যর্থতার দিনে একশ রানের ভেতর আটকা পড়ে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে এলবিডব্লিউর শিকার হন হেনড্রিক্স। মাত্র চার রানে ফিরেন তিনি।

বাংলাদেশের নড়বড়ে স্কোর

বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোর: ১৮.২ ওভারে ৮৪ (শরিফুল ০*, নাসুম ০, মেহেদী ২৫, তাসকিন ৩, শামীম ১১, লিটন দাস ২৪, আফিফ ০, মাহমুদউল্লাহ ৩, মুশফিক ০, সৌম্য ০, নাঈম ৯)

নবম উইকেটের পর বাংলাদেশের ইনিংসশেষ করে দিতে একটু্ও সময় নিলেন না আনরিক নরকিয়া। জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেন নাসুম আহমেদ। ফুল লেংথ বল ব্যাটকে ফাঁকি দিয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। শূন্য রানে আউট নাসুম। বাংলাদেশের ইনিংস শেষ ১৮.২ ওভারে ৮৪ রানে।

বিশ্বকাপ অভিষেকে শামীমের ১১ রান

যুব বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী বিশ্বকাপে অভিষেক স্মরণীয় করতে পারলেন না। টি-টোয়েন্টিসুলভ মারকুটে ব্যাটসম্যান হিসেবে নিজের নাম কুড়ালেও খেললেন ধীরগতির ইনিংস এবং মাত্র ১১ রানেই বিদায় নিলেন। ২০ বল খেলে নেই একটিও চার-ছয়। তাবরাইজ শামসির বলে লং অনে কেশব মহারাজের ক্যাচ হন শামীম।

শূন্যে কাটা তিন ব্যাটসম্যান

রাবাদ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে টাইগার শিবির। ২২ রানে প্রথম উইকেট হারানো দলটির অর্ধেক ব্যাটসম্যানই ফিরে গেলেন ৩৪ রানের মধ্যে। ইতোমধ্যে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর পর ক্রিজে নেমে প্রথম বলেই ডোয়াইন প্রিটোরিয়াসের কাছে বোল্ড আফিফ হোসেন। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বড় শট খেলতে যান, টাইমিং হয়নি। ভেঙে যায় স্টাম্প। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শূন্যের মুখ দেখলেন আফিফ। বর্তমানে দল বাঁচাতে লিটনের সঙ্গে লড়ছেন শামীম হোসেন। ৩ রানে মাহমুদউল্লাহর বিদায়

২৪ রানে ৩ উইকেট পতনের পর ব্যাট হাতে নামেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ। এসেই বেশিদূর লম্বা করতে পারেননি তিনি। অষ্টম ওভারের শেষ বলে আনরিখ নর্টিয়ের শিকার হলেন ৩ রান করে। প্রোটিয়া পেসারের বাউন্স মাহমুদউল্লাহর গ্লাভস ছুঁয়ে পয়েন্টে বল মার্করামের হাতে ধরা পড়ে। ৩৪ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।

রাবাদার আগুনে বোলিং

শুরুতে বেশ সাবধানী হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ম্লান হয়ে পড়ে। ম্লানের উৎসটা এনে দেন কাগিসো রাবাদা। পর পর দুই উইকেট নেয়ার পর নিজের তৃতীয়তম ওভারের তৃতীয়বলে মুশফিকুর রহিমকে ফেরান তিনি। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে প্রথমে মোহাম্মদ নাঈমকে (৯) ক্যাচ আউট বানান রাবাদা। তখন দলীয় স্কোর ছিল ২২। আর সে বৃত্তেই অর্থাৎ পরের বলেই আউট হন সৌম্য। এলবিডাব্লিউ শিকার হয়ে ০ রানে ফিরেন তিনি।

প্রোটিয়া পেসারের বল সৌম্যর বুটে লাগলে আম্পায়ার আপিলে সাড়া দেননি। রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। দেখা গেছে, বল সৌম্যর বুটে লেগে অফ স্টাম্পে হিট করত। আম্পায়ার তার সিদ্ধান্ত পাল্টান। তাতে বাংলাদেশি ব্যাটসম্যান প্রথম বলেই বিদায় নেন। সৌম্যের বিপাদের পর নিজের তৃতীয় ওভারের প্রথম দুই বল ডট হয়। পরের বলে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ তুলে নেন। মুশি ফিরের শূন্য রানে।

সাকিব ছাড়া প্রথমবার

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে আগের সবগুলি ম্যাচেই ছিলেন এই অলরাউন্ডার।

অপরিবর্তীত দল প্রোটিয়াদের

আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া।

একাদশে শামীম ও নাসুম

বাংলাদেশ একাদশে পরিবর্তন আছে দুটি। সাকিব এবং মুস্তাফিজুর রহমাকে একাদশের বাইরে রাখা হয়েছে। সাকিবের বদলে দলে সুযোগ পেয়েছেন চাঁদপুর এক্সপ্রেস-শামীম হোসেন। অন্যদিকে ফিজের বদলে একাদশে ভিড়িছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

টসে হাসি বাভুমার চলতি টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মাত্র দ্বিতীয়বার টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে অনুমিতভাবেই বেছে নিলেন ফিল্ডিং।

উইকেট দেখে বাভুমা বললেন, “অন্য যে উইকেটগুলোয় খেলেছি, সেসবের চেয়ে এই উইকেট আলাদা দেখাচ্ছে। মনে হচ্ছে, শুরুতে এখানে পেসাররা সহায়তা পাবে।”

নয়া শতাব্দী/এআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ