ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কোহলিদের বিপর্যয়ে শোয়েবের খোঁচা

প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২১, ০৭:১২

পাকিস্তানের কাছে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়ে ভারত। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের খেলা দেখে চূড়ান্ত হতাশ শোয়েব আখতার। গ্রুপ পর্ব থেকে ভারতের বিদায় কোনওভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক এই স্পিডস্টার।

ভারতের বোলিং বিভাগে নজর দেওয়ার কথা বলেছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। শোয়েব আখতার বলেন, 'ভারতের আগে বোলিং বিভাগ ঠিক করা উচিত। নিজেদের ভুলত্রুটিগুলো খুঁজে বের করা উচিত। তারপর তোমরা নিজেরা মিলে ঠিক করো তোমরা ইনস্টাগ্রামে খেলবে না মাঠে নেমে ক্রিকেট খেলবে।'

ব্যাটিং অর্ডারে পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েন আখতার। ভারতীয়দের মন্থর ব্যাটিং দেখে বিস্মিত পাকিস্তানের এই সাবেক তারকা। শোয়েব বলেন, 'ভারত প্রচুর ভুল করেছে। এটা খুবই হতাশাজনক। কোহলিদের খেলা দেখে কখনও মনে হয়নি তারা জেতার জন্য নেমেছে। ভারতের বোলিং মাঝারি মানের মনে হয়েছে। বুমরাহ ছাড়া বাকিরা সবাই ব্যর্থ। এই ধরনের হার হজম করা যায় না।'

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরেছেন কোহলি। সংযুক্ত আরব আমিরাতে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও, টসে হারার পর ভারতীয় দলের শরীরীভাষা মেনে নিতে পারছেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার। এই প্রসঙ্গে তিনি বলেন, 'টসে হারলেই মনে হচ্ছে ভারত ম্যাচ হেরে গেছে। ভারতীয় দলের এই হল দেখে খুবই হতাশ লাগছে। হঠাৎ ব্যাটিং অর্ডার বদলে ফেলা হল। এরপর একের পর এক ভুল শট সিলেকশন। শার্দূলকে খুব সাধারণ মানের লাগল। পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি ভারত। আফগানিস্তান টসে জিতে স্পিন দিয়ে ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে পারে।' রশিদদের বিরুদ্ধে নামার আগে বিরাটদের আগাম সতর্কবাণী শোয়েবের।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ