ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সাকিবকে নিয়ে শঙ্কা

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২১, ০৯:২৯

বিশ্বকাপ মিশন বলতে গেলে শেষ হয়ে গেছে বাংলাদেশের। চিকন সুতোয় ঝুলছে কাগজে-কলমের সম্ভাবনা। সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হেরেছে টাইগাররা। বাকি রয়েছে দুটি ম্যাচ। মঙ্গলবার (০২ নভেম্বর) চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমির স্বপ্ন ধূসর হওয়ায় বাংলাদেশের লক্ষ্য এখন অন্তত সুপার টুয়েলভ পর্বে একটি জয়। সে লক্ষ্যেই মাঠে নামবে মাহমুদউল্লাহ শিবির।

তবে পরবর্তী ম্যাচের আগে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তিনি নাও খেলতে পারেন। এর পেছনে রয়েছে ইনজুরি। গত পরশু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের শুরুতে হালকা চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। যদিও শুশ্রষা নিয়ে কয়েক ওভার পরই মাঠে নামেন সাকিব; কিন্তু পরে জানা যায় সেটি হ্যামস্ট্রিংয়ের চোট। বিসিবি সূত্রে জানা গেছে, দুই দিন পর্যবেক্ষণে থাকবেন সাকিব। গতকাল ও আজ মিলিয়ে দুই দিন পর বোঝা যাবে সাকিবের প্রকৃত অবস্থা। অবস্থার উন্নতি না হলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দেখা যাবে না তাকে। সে ক্ষেত্রে বিশ্বকাপই মাটি হয়ে যেতে পারে তার। কারণ বিশ্রামে চলে গেলে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাকে পাওয়া যাবে না। হ্যামস্ট্রিংয়ের চোটের পুনর্বাসন একটু দীর্ঘ প্রক্রিয়ায়। সময়টা এক থেকে প্রায় তিন মাসও চলে যায়। শেষ পর্যন্ত সাকিবের অবস্থাটা কী হয়, তার জন্য অপেক্ষা করতে হবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ