আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে এসে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে স্কটল্যান্ড। ব্যাট হাতে চার বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ২৭ বলে ৪৪ করেন লিস্ক। বল হাতে একাই তিন উইকেট নেন ট্রাম্পলম্যান।
ইনিংসের প্রথম চার বলেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্কটল্যান্ড। প্রথম ওভারের প্রথম বলেই ইনফর্ম ওপেনার জর্জ মুনসেকে বোল্ড করেন রুবেন ট্রাম্পলম্যান। পরের বল হয় ওয়াইড, দ্বিতীয় বলটি ডট খেলেন কলাম ম্যাকলয়েড। পরের বলটি আবার হয় ওয়াইড। কিন্তু ওভারের তৃতীয় বলে আর নিজের উইকেট বাঁচাতে পারেননি ম্যাকলয়েড। অসাধারণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরের বলেই ট্রাম্পলম্যানের তৃতীয় শিকার হন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন।
রানের খাতা খোলার আগে ফেরেন তিন ব্যাটসম্যান। একপাশে দাঁড়িয়ে ছিলেন ওপেনার ম্যাথিউ ক্রস। দলীয় ১৮ রানের মাথায় নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা ক্রেইগ ওয়ালেসকে ফেরান ডেভিড উইসে। একপাশে আসা যাওয়ার মিছিল অন্যপাশ আগলে রেখে ক্রসও ফেরেন ব্যক্তিগত ১৯ রানে। মিচেল লিস্কের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে নামিবিয়ার বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়ার পর তাকে ফেরান জ্যান ফ্রাইলিংক।
ষষ্ঠ উইকেটের জুটিতে ক্রিস গ্রেভসকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন লিস্ক। দলীয় ৯৩ রানের মাথায় লিস্ককে থামান স্মিট। ২৭ বলে ঝড়ো ব্যাটে ৪৪ রান করেন তিনি। শেষের দিকে ক্রিস গ্রেভসের ৩১ বলে ২৫ রানের ইনিংসে ১০৯ রানের সংগ্রহ পায় স্কটিশরা।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ