ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসিদের জিততে দেয়নি মার্শেই

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২১, ০৫:৩২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ১৪:৫২
সংগৃহীত ছবি

ফ্রান্সের লিগ ওয়ানের লা ক্লাসিক খ্যাত পিএসজি-মার্শেই ম্যাচ। তবে ঘটনাবহুল এই ম্যাচে জয় নিয়ে ফেরা হয়নি মেসি-নেইমারদের। বরং গোলশূন্য ড্র-তেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

রোববার প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থেকেও গোল করতে পারেনি পিএসজি। মেসি-নেইমাররা গোলের সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ হয়নি। বরং মার্শেই ম্যাচ ঘড়ির ৪ মিনিটের সময় ভালো সুযোগ নষ্ট করে। যদিও অরক্ষিত অবস্থায় থেকে মিলিকের হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

১৪ মিনিটে পিএসজি অফসাইডের কারণে গোল পায়নি। ৮ মিনিট পর মার্শেইয়ের গোলও বাতিল হয় অফসাইডের কারণে।

২৬ মিনিটে দি মারিয়ার চিপে মেসির জোরালো হেড গোলকিপার লোপেজ ক্রস বারের ওপর দিয়ে বল পাঠিয়ে দিয়ে দলকে গোল হজম করতে দেননি।

এদিকে, ২৬ মিনিটে মার্শেইয়ের বিশৃঙ্খল দর্শকদের কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। নেইমার যখন কর্নার নিচ্ছিলেন, দর্শকসারি থেকে কেউ তার দিকে কিছু একটা ছুঁড়ে মারেন।

৪১ মিনিটে মার্শেইয়ের আক্রমণ আশরাফ হাকিমি ফিরিয়ে দিয়ে দলকে ম্যাচে রাখেন।

বিরতির পরও কোনও দল লক্ষ্যভেদ করতে পারেনি। বরং ৫৭ মিনিটে পিএসজি ১০ জনের দলে পরিণত। আশরাফ হাকিমি প্রতিপক্ষের এক উইঙ্গারকে কঠিনভাবে চ্যালেঞ্জ জানালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।

১০ জনের দল নিয়ে পিএসজি ৪-২-৩-১ থেকে ৪-৪-১ ফর্মেশনে খেলতে থাকে।

প্রতিপক্ষ একজন কম হওয়াতে মার্শেই আক্রমণ আরও বাড়িয়ে দেয়। এসময় যেন নেইমার-মেসিরা এক পয়েন্টের জন্য খেলেছে!

৬৫ মিনিটে মার্শেই আরও একটি সুযোগ পায়। কিন্তু পায়েটের ক্রসে রনগিয়েরের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৭ মিনিটে সতীর্থের ক্রসে ডি লা ফুয়েন্তে গোলকিপার নাভাসকে পেয়ে বাইরে দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন। তবে ম্যাচের বাকী সময়টুকুতে কোনও গোলই হয়নি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

এই ড্র নিয়ে ১১ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই আছে পিএসজি। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেঁস।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ