ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ঐতিহাসিক জয়ে ইমরান খানের টুইট 

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২১, ০৩:১৩
সংগৃহীত ছবি

অতীতে ইমরান খান, ওয়াসিম আকরাম, মিসবাহরা যা করতে পারেনি, এবার তাই করে দেখালেন বাবর আজম। তার নেতৃত্বেই প্রথম বারের মতো বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিলো পাকিস্তান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে আগের ১২ দেখায় একবারও ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। বিশ্বমঞ্চে এই চির প্রতিদ্বন্দ্বী দুই দলের ১৩ তম দেখায় এবার ভারতকে হারিয়ে দিল বাবর আজমের দল। দুবাইয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছে ১০ উইকেটে।

এদিকে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার রাতে টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’

ইমরানের অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি উঠে এসেছে শাহিন আফ্রিদির নামও। রিজওয়ান এবং শাহিনের ‘অসাধারণ পারফরম্যান্স’-এর উল্লেখও করেছেন ইমরান। তিনি বলেন, ‘দেশ তোমাদের জন্য গর্বিত!’

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ