টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওপেনার ম্যাক্স ও ডোডের হাফ সেঞ্চুরির পরও মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ড। আইরিশদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন কুর্টিস ক্যাম্ফার ও মার্ক অ্যাডায়ার। তারা দুজনে মিলে নিয়েছেন সাত উইকেট। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়েছেন বেন কুপার। এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি কাজে আসেনি।
তিনে নামা বাস ডি লিড সাজঘরে ফিরিছেন ১১ বলে ৭ রান করে। চারে নামা কলিন অ্যাকারম্যান প্যাভিলিয়নের পথে হাঁটেন ১৬ বলে ১১ রানের ইনিংস খেলে। যদিও শুরুতে আম্পায়ার তাঁকে আউট দেননি। এমন সময় রিভিউ নিয়ে অ্যাকারম্যানকে সাজঘরে পাঠায় আইরিশরা।
পরের বলে রায়ান টেন ডেসকাটকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ক্যাম্ফার। স্কট এডওয়ার্ডকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন ডানহাতি এই পেসার। ভ্যান ডার মিরউইকে প্যাভিলিয়নে ফিরিয়ে টি-টোয়েন্টির তৃতীয় বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। এর আগে এমন কীর্তি গড়েছেন লাসিথ মালিঙ্গা ও রশিদ খান।
নেদারল্যান্ডের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান ম্যাক্স ও ডোড ফেরেন ৪৭ বলে ৫১ রান করে। শেষ দিকে অধিনায়ক পিটার সেলারের ২১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান করে নেদারল্যান্ড। আইরিশদের হয়ে কাম্ফার চারটি ও অ্যাডায়ার নিয়েছেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ড- ১০৬/১০ (২০) (ডোড ৫১, সেলার ২১, ক্যাম্ফার ৪/২৬, অ্যাডায়ার ৩/৯)
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ