ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাশরাফি-তামিমহীন প্রথম বিশ্বকাপ

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২১, ২৩:৩৯

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। এই প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে নামলো বাংলাদেশ, যেখানে দলে নেই তামিম ও মাশরাফি।

২০০৭ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা। টানা ছয় বিশ্বকাপে দলে ছিলেন তামিম ও মাশরাফি। এবার তার ব্যতয় ঘটলো।

বাংলাদেশ প্রথম থেকেই সবকটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এবার সপ্তমবার। ২০০৭ বিশ্বকাপে সেরা-৮ এ জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত স্বল্পওভারের বিশ্বকাপে সেটিই বড় প্রাপ্তি। সেই প্রাপ্তি থেকে শুরু, মাশরাফি ও তামিম খেলে গেছেন প্রতিটি বিশ্বকাপে।

প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে ব্যাটিং ওপেন করেছেন তামিম। এবার সেই দায়িত্ব লিটন ও সৌম্যের কাঁধে। বাংলাদেশের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরিয়ান (১০৩*) তামিম। ২৩ ম্যাচ খেলে ২৪.৪৮ গড়ে ৫১৪ রান করেছেন। দুইবার বিশ্বকাপে ম্যাচ সেরা হওয়া তামিমকে মাঠের বাইরে অনাহুত ইনজুরির কারণে।

মাশরাফিও প্রতিটি বিশ্বকাপ খেলেছেন। বল হাতে নিজেকে উজাড়ও করে দিয়েছেন। তবে প্রথম (২০০৭ সালের বিশ্বকাপ) ও নিজের খেলা শেষ (২০১৬ সালের বিশ্বকাপ) বিশ্বকাপ ছাড়া সব টুর্নামেন্টেই নিজেদের প্রথম ম্যাচে দলের হয়ে প্রথম বলটি করেছেন মাশরাফিই।

আবার নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন। বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে ১৩ উইকেট নেয়া মাশরাফির এবার দলে থাকার কথাও না। ২০১৭ সালেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাশরাফি।

তবে তামিম খেলতে পারতেন। কিন্তু ইনজুরি থেকে মুক্ত হলেও পর্যাপ্ত প্রস্তুতির অভাবে বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। পরে ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে যান নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে। কয়েক ম্যাচ খেলার পর হাতে পান চোট। ফিরে আসেন দেশে।

এবারের বিশ্বকাপ তাই পঞ্চপাণ্ডবের তিনজন খেলছেন। তামিম-মাশরাফি নেই। আছেন সাকিব, রিয়াদ ও মুশফিক।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ