আর মাত্র একদিন পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। ইতোমধ্যে সবার মাঝে বাজতে শুরু করেছে বিশ্বকাপের দামামা। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের সম্প্রচারক মাধ্যমের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে তিনটি চ্যানেলে খেলার দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সমর্থকরা।
ওমানের মাসকাটে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের এবারের আসর। মূল পর্বে সুযোগ পেতে যেখানে ৮টি দল লড়াই করবে। প্রথম পর্বের দুটি গ্রুপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে।
এরপর ২৩ অক্টোবর থেকে শুরু হবে সেরা ১২ দলের লড়াই। অন্যান্য দেশের মতো বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচ টিভিতে দেখার সুযোগ থাকছে বাংলাদেশের সমর্থকদেরও। বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে এবারের বিশ্বকাপ।
টিভি ছাড়াও ডিজিটাল প্লাটফর্মে খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। যেখানে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বায়োস্কোপ, র্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টস।
একনজরে বিভিন্ন দেশের ব্রডকাস্টারদের তালিকা :
দেশ | টিভি | ডিজিটাল প্লাটফর্ম |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক | হটস্টার |
পাকিস্তান | পিটিভি স্পোর্টস, এএস স্পোর্টস | দারাজ অ্যাপ |
বাংলাদেশ | জিটিভ, বিটিভি, টি-স্পোর্টস | বায়োস্কোপ, র্যাবিটহোল, টফি, বিঞ্জ, বিকাশ, গেম অন ও মাই স্পোর্টস |
নেপাল, মালদ্বীপ, ভুটান | স্টার স্পোর্টস নেটওয়ার্ক | |
আফগানিস্তান | আরটিএ স্পোর্টস, আরিয়ানা টিভি | |
শ্রীলঙ্কা | সিয়াথিা টিভি, স্টার স্পোর্টস | সিয়াথা টিভি ওয়েবসাইট |
অস্ট্রেলিয়া | ফক্স ক্রিকেট | ফক্সটেল গো, ফক্সটেল নাও, কায়ো স্পোর্টস |
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড | স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস মিক্স | স্কাই স্পোর্টস অ্যাপ |
নিউজিল্যান্ড | স্কাই স্পোর্টস ৩ | স্কাই স্পোর্টস নাও ওয়েবসাইট |
মধ্যপ্রাচ্য | ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো) | স্টারজ প্লে, সুইট টিভি |
যুক্তরাষ্ট্র | উইলো, উইলো এক্সট্রা | ইএসপিএন+ |
কানাডা | উইলো কানাডা | হটস্টার |
দক্ষিণ আফ্রিকা | সুপার স্পোর্ট ক্রিকেট | সুপার স্পোর্ট ক্রিকেট ওয়েবসাইট |
মালেশিয়া | অ্যাস্ট্রো ক্রিকেট | হট স্টার |
হংকং | অ্যাস্ট্রো ক্রিকেট | ইয়ুপ টিভি |
সিঙ্গাপুর | অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল) | হট স্টার |
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ