ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিমানে ঝুঁকি, সড়কপথে ওমানে যাচ্ছে সাকিব

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২১, ০০:৩১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে আসরটির চতুর্থ শিরোপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস।

এদিকে আইপিএল আসর শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে সড়কপথে ওমানের উদ্দেশে পাড়ি জমাবেন এ তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সাংবাদিকদের কাছে সুমন জানান, ফ্লাইটে এনে ঝুঁকি নেয়া হবে না, তাই সড়কপথেই সাকিব ওমানে আসবে। আইপিএলে বায়োবাবলে থাকার কারণে সাকিবের আলাদা কোয়ারেন্টাইন করতে হবে না বলেও নিশ্চিত করেন সুমন।

তিনি আরও বলেন, রাতে ফাইনাল ম্যাচ খেলার পর অথবা সকালে সাকিব রওনা দিতে পারে। শনিবার নিশ্চিতভাবে দলের সঙ্গে থাকবে। তবে বিকালে দলের সঙ্গে অনুশীলন করবে কিনা সেটি নিশ্চিত নয়।

আগামী ১৭ অক্টোবর রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। স্কটল্যান্ড ছাড়াও বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ওমান। বাছাইপর্ব পেরুতে পারলে দল খেলবে মূল পর্বে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ