ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
আইপিএলের ফাইনাল

বোলিংয়ে কলকাতা, খেলছেন সাকিব

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ২০:১৩

আইপিএলের চতুর্দশ আসরের ফাইনাল আজ। এতে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তিনবারের শিরোপাজয়ী চেন্নাইকে হারাতে পারলে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সও তৃতীয়বারের মত আইপিএল শিরোপা ঘরে তুলবে।

শুক্রবার রাতের হাই ভোল্টেজ ফাইনাল এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান।

অপরিবর্তিত একাদশ নিয়ে কলকাতা খেলছে। ফাইনালের মহারণে ক্যারিবীয় সুপারস্টার আন্দ্রে রাসেলকে নেওয়া হয়নি, আস্থা রাখা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপরই।

চেন্নাইয়ের একাদশেও পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখে মহেন্দ্র সিং ধোনির দলও এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

চেন্নাই সুপার কিংস একাদশ: ফাফ ডু প্লেসিস, রুটুরাজ গাইকোয়াদ, রবিন উথাপ্পা, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শার্দূল ঠাকুর,জশ হ্যাজলউড, দীপক চাহার।

কলকাতা নাইট রাইডার্স : শুবমান গিল, ভেঙ্কাটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শিভম মাভি, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ