ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মালদ্বীপকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২১, ০০:৪৯ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১, ০১:১৭

নিজেদের মাঠে মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিলো সাতবারের চ্যাম্পিয়ন ভারত। বর্ষীয়ান স্ট্রাইকার সুনীল ছেত্রীর জোড়া লক্ষ্যভেদে ভারত ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ১২বারের মতো ফাইনালে উঠলো। আগামী ১৬ অক্টোবর ট্রফির লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে ভারত।

বুধবার রাতে মালে জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচে ফাইনালে যেতে হলে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। বিপরীতে ভারতের দরকার ছিল জয়। তাই অনেকটা তেড়েফুঁড়ে খেলতে শুরু করে ছেত্রীরা। দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিয়ে ৪ ম্যাচে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে গেছে ভারত। মালদ্বীপ সমান ম্যাচে আগের ৬ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে।

১৬ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল। রাত আটটায় সেই ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো শিরোপার জন্য খেলবে নেপাল আর ভারত খেলবে অষ্টম বারের জন্য চ্যাম্পিয়ন হতে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ