এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব গ্রেটার ময়মনসিংহ (ExCAM) আয়োজিত ক্রিকেট কার্নিভাল সিজন ২.০ আগামী ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের বিভিন্ন ক্যাডেট কলেজের এক্স ক্যাডেটদের দল এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও ক্যাডেট কলেজ সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যোগদান করবেন। থাকবেন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ীরা।
ExCAM-এর সভাপতি ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন মাহমুদুল হাসান সুমন বলেন, “এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি প্রতিবছর ক্যাডেট কলেজ পরিবারের মধ্যে একটি অনন্য ক্রিকেট সংস্কৃতি তৈরি করছে। আমরা গর্বিত যে ExCAM-এর উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।” তিনি আরও জানান, “ExCAM ভবিষ্যতে নিয়মিতভাবে আরও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা করছে।”
ক্রিকেট কার্নিভাল সিজন ২.০ শুধুমাত্র একটি টুর্নামেন্ট হিসেবে নয়, এটি দেশের ক্যাডেট কলেজ সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াপ্রেম ছড়িয়ে দিতে একটি বিশাল মঞ্চ হিসেবে কাজ করবে।
আমরা সবাইকে আমন্ত্রণ জানাই এই অসাধারণ ক্রীড়া উৎসবের সাক্ষী হতে।
ExCAM-এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী এবং অতিথিদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ