লিগ শিরোপার দৌড়ে লিভারপুলের নিকটস্থ প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য টটেনহ্যাম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর্সেনালের জন্য। মিকেল আর্টেটা সে পরীক্ষায় উতরে গেছেন। ৩ গোলের ম্যাচে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠে শুরুটা ভালো করতে পারেনি আর্সেনাল। ২৫ মিনিটেই দক্ষিণ কোরিয়ান তারকা সন মিউং মিনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পটর। এরপর ৪০তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডোমিনিকা সোলাঙ্কি।
ম্যাচের ৪৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। এই গোলটিই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে কেউ আর কারো জালে বল জড়াতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় আর্সেনাল। দুবারই কাছ থেকে ব্যর্থ হেড করেন তিন দিন আগে ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে না পারা কাই হাভার্টজ। শেষ দিকে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ