এবারের বিপিএলে নিজেদের প্রথম ৬ ম্যাচেই হারের মুখ দেখেছিল ঢাকা ক্যাপিটালস। তবে সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথমবার জয় দেখা পেলো ঢাকা। লিটন দাস ও তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়েছে শাকিব খানের দল।
রোববার (১২ জানুয়ারি) বিপিএলের ১৮তম ম্যাচে জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ২৫৪ রানে থেমেছিল ঢাকা। জবাবে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেল রাজশাহী। এতে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পেল শাকিব খানের দল। বিপিএলের ১১ আসরের মধ্যে এটিই কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সেই লিটনই আজ রাজশাহীর বিপক্ষে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মাত্র ৪৪ বলেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন লিটন। বিপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম সেঞ্চুরি। ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থেকেছেন টাইগার ওপেনার।
লিটনের রেকর্ডগড়া সেঞ্চুরির দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ তামিমও। লিটনের পর ৬২ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটারও। এটি চলতি বিপিএলের পঞ্চম সেঞ্চুরি। ৬৪ বলে ১০৮ রান করে ইনিংসের তিন বল বাকি থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। তবে এর আগে বড়সড় এক রেকর্ডের মালিক হন তিনি এবং লিটন।
ওপেনিং জুটিতে আজ লিটন-তানজিদ ২৪১ রানের জুটি গড়েছেন। বিপিএল তো বটেই, সমগ্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেই এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগের সর্বোচ্চ রানের জুটিটি ছিল ২২৯ রানের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে এই রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ