ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭

সবশেষ ফিফটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৫ মাস আর ১৩ ইনিংস। ওয়ানডেতে পঞ্চাশের স্বাদ আর পাননি লিটন কুমার দাস। সবশেষ সাত ইনিংসে তো ছয় রানের বেশি করতে পারেননি। ফর্মহীনতার চড়ামূল্য দিতে হলো তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হলো না অভিজ্ঞ ব্যাটসম্যানের।

আজ রোববার ঘোষিত ১৫ জনের দলে পেসার চারজন। সম্প্রতি গতির ঝড় তুলে সাড়া ফেলে দেওয়া নাহিদ রানা প্রথমবার সুযোগ পেয়েছেন আইসিসির কোনো টুর্নামেন্টে। বাকিরা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ও তানজিম হাসান সাকিব।

দলে স্পিনার আছেন তিনজন— মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন এই ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান।

বোলিংয়ে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান অনুমিতভাবেই জায়গা পাননি দলে। দল ঘোষণার আগের কয়েকদিন আলোচনায় থাকা তামিম ইকবালও দুই দিন আগেই অবসর ঘোষণা দিয়েছেন।

লিটনের সবশেষ ফিফটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এরপর ১৫ মাস আর ১৩ ইনিংস পেরিয়ে গেলেও ওয়ানডেতে পঞ্চাশের স্বাদ আর পাননি এই কিপার ব্যাটার। সবশেষ সাত ইনিংসে তো ছয় রানের বেশি করতে পারেননি।

শুধু ওয়ানডেতেই নয়, সাম্প্রতিক সময়ে কোনো সংস্করণেই ছন্দে ছিলেন না লিটন। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে গত শুক্রবার ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান, সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর সেটি ছিল তার প্রথম ফিফটি।

সবশেষ ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজে লিটনের রান ছিল ২, ৪ ও ০। ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে তিনি করেছিলেন ০, ৩ ও ১৪। বৈশ্বিক আসরে তার অভিজ্ঞতার উপর ভরসা রাখতে পারেননি নির্বাচকরা।

সবশেষ সিরিজের দল থেকে লিটন ও হাসান ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

চোটের কারণে আগের সিরিজে না থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় ফিরেছেন অনুমিতভাবেই। চোটের কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও আছেন দলে।

পারিবারিক কারণে সবশেষ সিরিজে না থাকা অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও ফিরেছেন দলে।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপের বাকি দুই দল পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ