ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

তামিমের আচরণে লজ্জিত হেলস!

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০৪

চলতি বিপিএলের ১৩তম ম্যাচে রংপুরের কাছে বাজেভাবে হারতে হয়েছে বরিশাল। শেষ ওভারে ৩০ রান নিয়ে তামিম-মুশফিকদের কাছ থেকে জয় ছিনিয়ে নুরুল হাসান সোহান। এমন হারের পর অ্যালেক্স হেলসের সঙ্গে তর্কে জড়ান বরিশাল অধিনায়ক। যে বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হেলস।

রংপুরের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন হেলস। তার পরবর্তী গন্তব্য আইএল টি-টোয়েন্টি লিগ। তবে বাংলাদেশ ছাড়ার আগে তামিম ও তার মধ্যে কি ঘটেছিল দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে জানিয়েছেন হেলস।

ইংলিশ এই ক্রিকেটার বলেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ (আপসেট) ছিল। সে আমার কাছে এসে বলল–আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি। অথচ আমি তাকে কিছুই বলিনি।

এছাড়া হেলস তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট, ৬ ম্যাচে ২১৮ রান করেছেন, যার মধ্যে একটি ১১৩ রানের অপরাজিত ইনিংসও রয়েছে। তিনি দলের সব সদস্যের ভালো পারফরম্যান্সের প্রশংসা করেন এবং বিপিএলের মানের উন্নতি দেখতে পেয়েছেন। বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ এবং ভবিষ্যতে আরও আসতে চান।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ