শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

প্রতিশোধ নেয়ার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল

প্রকাশনার সময়: ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:১৫

নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসর। ঢাকার প্রথম পর্ব শেষে এখন চায়ের শহর সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। মাঝে একদিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল ও চলতি আসরে দুর্দান্ত খেলতে থাকা রংপুর রাইডার্স। ঢাকা পর্বেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে রংপুরের কাছে বড় ব্যবধানে হারতে হয় বরিশালকে। এবার সেই হারের প্রতিশোধ নিতে চায় তামিমের দল।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল। আর আজিজুল হক তামিমের বদলে রংপুরের একাদশে জায়গা পেয়েছেন তৌফিক খান তুষার।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম রিশাদ হোসেন ও জাহানাব খান।

রংপুর রাইডার্সের একাদশ: অ্যালেক্স হেলস, তৌফিক খান তুষার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, নাহিদ রানা ও আকিভ জাভেদ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ