চলমান বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে রংপুর। এবার নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামলো ২০১৭ এর চ্যাম্পিয়নরা। সিলেটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে রংপুর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে আগে ব্যাটিং করবে ঢাকা ক্যাপিটালস।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজি টিভি ও টি-স্পোর্টসে। ঢাকা এবং রংপুরের মধ্যকার এটি দ্বিতীয় ম্যাচ চলমান মৌসুমে। আগের ম্যাচে ৪০ রানে জয় পেয়েছে রংপুর।
এবারের বিপিএল আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস। এবার তাদের প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স।
দুই দলের আগের লড়াই বিপিএলের উদ্বোধনী রাতে। সেদিন ৪ উইকেট নিয়ে ঢাকা ক্যাপিটালসের টপ অর্ডার ধসিয়ে দেন রংপুর রাইডার্সের অফ স্পিনার শেখ মেহেদী হাসান। ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পায় রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স একাদশ
অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ এবং কামরুল ইসলাম রাব্বি।ঢাকা ক্যাপিটালস একাদশ
লিটন দাস, জেসন রয়, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আমির হামজা।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ