ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৩ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৪

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল দুর্বার রাজশাহী। নিজেদের তৃতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছে এনামুল হক বিজয়ের দল।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী।

নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে গেলেও পরের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদের ৭ উইকেটের পাশপাশি এনামুল-বার্লের জোড়া অর্ধশতকে ঢাকার বিপক্ষে জয় পায় তারা।

অপরদিকে, আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বন্দরনগরী ও কর্ণফুলীপাড়ের দল চিটাগং কিংস। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরে যায় মোহাম্মদ মিঠুনের দল।

দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), আকবর আলী (উইকেট কিপার), রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী, সোহাগ গাজী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ