ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

জয় দিয়ে নতুন বছর শুরু আর্সেনালের

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৭

চলতি মৌসুমে বুকায়ো সাকা আর্সেনালের প্রাণভোমরাই হয়ে বসেছিলেন রীতিমতো। সে সাকা যখন চোটের কারণে ছিটকে গেলেন বড় সময়ের জন্য, তখন খবরটাকে আর্সেনালের জন্য অশনিসংকেতই ধরা হচ্ছিল। তবে তার অভাবটাকে বুঝতেই দিলেন না গ্যাব্রিয়েল জেসুসরা। সবার সম্মিলিত প্রয়াসে দলটা বছরের প্রথম মাচে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ফিরেছে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে।

জিটেক স্টেডিয়ামে আর্সেনালকে আতিথ্য দেয় ব্রেন্টফোর্ড। খেলার ১৩ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে সফরকারীরা। মিকেল ডামসগার্ডের পাস ধরে বক্সে ঢুকে বল জালে পাঠন এমবিউমো। ২৯ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গানাররা। খেলার ৫০ মিনিটে মেরিনো ও ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফিনিশিংয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে সফরকারীরা।

এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনে আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিকেল আর্তেতার দল। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যথারীতি লিভারপুল।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ