ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি রাজশাহীর

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টস জিতে আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়নদের ১৯৮ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। ২ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার জিশান আলম। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিস। ১২ বলে ১৩ রান করেই আউট হন এই পাক ব্যাটার।

তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে ৪০ রান করে রাজশাহী। তাকে সঙ্গ দেন ইয়াসির আলী চৌধুরী। তাদের ব্যাটে ভর করে ১৩ ওভারে ১০০ রানের কোটা পার করে দলটি।

৪২ বলে ফিফটি তুলে নেন বিজয়। অপর প্রান্তে থেকে ব্যাট চালাতে থাকেন ইয়াসিরও। এতে ৩৫ বলে ফিফটি তুলেন এই ডানহাতি ব্যাটার। তারা ১৪০ রানের জুটি গড়েন। তবে ১৮তম ওভারে ক্যাচ আউট হন বিজয়। ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫১ বলে ৬৫ রান করেন এই ডানহাতি ব্যাটার।

তবে এক প্রান্ত আগলে রেখে রান বাড়াতে থাকেন ইয়াসির। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু বলের অভাবে তা পূরণ করতে পারেননি তিনি। ৬ ছক্কা এবং ৭ বাউন্ডারিতে ৪৭ বলে ৯৪ রান করেছেন ইয়াসির। এতে ১৯৭ রানের বড় পুঁজি পেয়েছে রাজশাহী।

বরিশালের হয়ে বল হাতে দুই উইকেট শিকার করেন কাইল মায়ার্স। এ ছাড়াও এক উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ