সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।
সদ্য সমাপ্ত এ টি-২০ সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি। ক্যারিবিয়ান ব্যাটারদের ঘরের মাঠে আটকে রাখতে পেরেছেন এই অফ স্পিনার। তিন ম্যাচেই পাওয়ার প্লেতে দলকে ভালো শুরু এনে দেন তিনি। তাতে হয়েছেন সিরিজ সেরা।
ওয়েস্ট ইন্ডিজে সিরিজসেরা হওয়ায় দলে জায়গা পোক্ত হবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মেহেদী জানান, দল নির্বাচনের প্রক্রিয়াটা তার হাতে নেই। তাই তার কাজ বোলার হিসেবে শুধু পারফর্ম করে যাওয়া।
ম্যাচ শেষে সাংবাদিকদের মেহেদী বলেন, ‘আপনি যেটা বললেন দল নির্বাচন তো আমার হাতে না। পারফরম্যান্স আমি চেষ্টা করতে পারি আর বাদ বাকি দেয়ার আল্লাহর ইচ্ছা। সিলেকশন আমার হাতে না কিন্তু আমার কাজ আমাকে করে যেতে হবে। বাকিটা নির্বাচকদের দায়িত্ব।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ