ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৪

অস্ট্রেলিয়াতে সিরিজ জয়ের রেশ পুরোপুরি মিলিয়ে যায়নি এখনো। এবার আরেকটি কঠিন চ্যালেঞ্জেও দারুণ সাফল্য আদায় করে নিল পাকিস্তান। ব্যাটে-বলে চমৎকার অলরাউন্ড পারফর‌ম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল তারা এক ম্যাচ বাকি রেখেই।

৩৩০ রানের লক্ষ্য পাওয়া প্রোটিয়াদের হয়ে লড়াই করেন কেবল হাইনরিখ ক্লাসেন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৯৭ রানের দারুণ এক ইনিংস। ১৩১.০৮ স্ট্রাইকরেটের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কা ও ৮ চারে। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৮ রানে। পাকিস্তানের হয়ে ৪৭ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল মাতানোর অপেক্ষায় থাকা শাহীন শাহ আফ্রিদি।

কেপটাউনে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক। আর ২৫ রান করেন সাইম আইয়ুব। তবে রান পেয়েছেন দুই অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৭৩ আর রিজওয়ান করেন ৮০ রান। এরপর মিডল অর্ডারে সালমান আগার ৩৩ আর কামরান গুলামের ৬৩ রানের টর্নেডো ইনিংসে ৩২৯ রানের বড় পুঁজি পায় অতিথিরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে কোয়েনা মাফাকার শিকার ৪ উইকেট। মার্কো ইয়ানশ্যেন তুলে নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকে চাপে রাখেন নাসিম শাহ ও আবরার আহমেদ। বাভুমা ১২, ডি জর্জি ৩৪, ফন ডার ডুসেন ২৩, মার্করাম ২১ রানের ছোট ছোট ইনিংস খেলে আউট হয়েছেন। তবে একাই লড়ছিলেন হাইনরিখ ক্লাসেন। কিন্তু আগ্রাসী ৯৭ রানের ইনিংস খেলার পর এই ব্যাটারকে ফেরান নাসিম। শেষ দিকে শাহীন আফ্রিদি প্রোটিয়াদের লেজ ছেটে দিলে দলটি অলআউট হয় ২৪৮ রানে।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি নিজের ঝোলায় পোরেন ৪টি উইকেট। আরেক পেসার নাসিম শাহ ৩টি এবং স্পিনার আবরার আহমেদ শিকার করেন ২টি উইকেট।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ