ক্রিকেটে টাইগারদের প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে। আর এই ফরম্যাটেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যা সহজ ভাবে নিতে পারেনি লিটন-মিরাজরা। তাই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করল বাংলাদেশ দল।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটিংয়ে পর বল হাতে দারুণ ছন্দে ছিল টাইগাররা। ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। আর তাসকিন ও শেখ মাহেদী নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে।
১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বলে দলীয় শূণ্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মাহেদী।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাসকিনের বলে দলীয় শূন্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মাহেদী।এরপর জনসন চার্লস ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ৪৫ রানে পুরানের উইকেট তুলে নেন মাহেদী। পরের ওভারেই হাসান মাহমুদের বলে শেখ মাহেদীর হাতে ক্যাচ দিয়ে রোস্টন চেজ ও রান আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস।
এতে ৭ ওভার শেষে দলীয় ৫০ রানেই আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দশম ওভারে দলীয় ৬০ রানে রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। দলীয় ৯৫ ও ৯৭ রানে গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যান রোমারিও শেফার্ড।
তবে ১৫.৪ ওভারে তানজিম সাকিবের বলে শেফার্ড বিদায় নিলে জয়ের অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। পরের ওভারে ওবেদ ম্যাকয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরেক পেসার তাসকিন আহমেদ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জাকের আলীর ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বাংলাদেশ। জাকের আলী ৪১ বলে অপরাজিত ৪২ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ