অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিজয় দিবসে জাতীয় ক্রিকেট দলের মতো বাংলার মেয়েরাও ২৮ রানের জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রেখেছে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১২২ রানের পুঁজি পায়। জবাবে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯৪ রানেই থামে লঙ্কান অনূর্ধ্ব-১৯ নারী দলের ইনিংস। আজই মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৭টায়।
জুনিয়র টাইগ্রেসদের মধ্যে জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রান করেন। আর ১৯ বলে ৩৫ রানের অনবদ্য ঝড়ো ইনিংস খেলেন সাদিয়া আক্তার। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ ও আরেক ওপেনার ইভা ১৬ বলে ১৯ রান করেন।
সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় সুমাইয়া আক্তারের দল। মালয়েশিয়ার হয়ে মার্শিয়া বিনতে আব্দুল্লাহ ৩টি ও নূর ইসমা ২টি উইকেট নেন।
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নাস্তানাবুদ হয় মালয়েশিয়ার ব্যাাটাররা। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে ১২। আর ব্যাটারদের মধ্যে ৫ রান করেন ওপেনার নূর আলিয়া।
এদিন জুনিয়র টাইগ্রেসদের হয়ে বল হাতে আগুন ঝরান নিশিতা আক্তার নিশি। মাত্র ৩ রান খরচা করে তুলে নেন ৫ উইকেট। হাবিবা নেন ৩টি ও আনিসা নেন বাকি দুটি উইকেট।
এর আগে বি গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগ্রেসরা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ