ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানে অবসরের হিড়িক, বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটারের বিদায় 

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৯

পাকিস্তান ক্রিকেটে যেন অবসরের হিড়িক পড়েছে। দুই দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

এবার এ অবসরের মিছিলে যোগ দিলেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে পরিচিত মোহাম্মদ ইরফান। তবে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিন ক্রিকেটারের জাতীয় দলে বিদায় বলে দেয়ার ঘটনা এখন পাকিস্তানের ক্রিকেটে বেশ আলোচিত।

অবসরের ঘোষণা দিয়ে ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সতীর্থ, কোচসহ সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই— যারা আমাকে ভালোবাসা, সমর্থন ও অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছেন। যে খেলাটি আমাকে সবকিছু দিয়েছে, তাতে আমার সমর্থন ও উদযাপন অব্যাহত থাকবে।’

এর আগে পাকিস্তানের জার্সিতে ইরফানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত তিনি ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। সবমিলিয়ে ৮৬ ম্যাচে তার উইকেট ১০৯টি। তবে ইরফান বেশ ঝলক দেখিয়েছেন ২০১২–১৩ মৌসুমের ভারত সফরে। যেখানে তার বলে ভারতীয় বাঘা-বাঘা ব্যাটাররা খাবি খেয়েছেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ