স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ১১ হাজার মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড করেছেন বাবর আজম। গতকাল শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এ রেকর্ড করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রোটিয়াদের বিপক্ষে ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেন বাবর। এতেই ১১ হাজার রানের ম্যাজিক ফিগারে পৌঁছান ডানহাতি ব্যাটার। দুর্দান্ত মাইলফলকে পৌঁছাতে বাবরকে খেলতে হয়েছে ২৯৮ ইনিংস। এর আগে ৩১৪ ইনিংস খেলে ১১ হাজার রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল।
এই ম্যাচে মাঠে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে বাবরের মোট রান ছিল ১৩,৯৯৮। চতুর্থ ওভারের চতুর্থ বলে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে পঞ্চম পাকিস্তানি হিসেবে এই কীর্তি গড়েন বাবর আজম। এর আগে ইনজামাম–উল–হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিঁয়াদাদ মাইলফলকটি স্পর্শ করেছেন।
বর্তমানে ৩৩৮ ইনিংসে বাবরের রান ১৪,০২৯। ৫৫১ ইনিংসে ২০,৫৮০ রান নিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানসংখ্যায় সবার ওপরে ইনজামাম। ইউনিস ৪৯১ ইনিংসে ১৭,৭৯০ রান নিয়ে দ্বিতীয়। ৪৩২ ইনিংসে ১৭,৩০০ রান নিয়ে তৃতীয় ইউসুফ এবং চতুর্থ মিঁয়াদাদের সংগ্রহ ৪০৭ ইনিংসে ১৬,২১৩ রান।
বোলিংয়ে ত্রুটি, সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
এ ছাড়াও ৩১ রানের ইনিংস দিয়ে স্বীকৃত টি–টোয়েন্টিতেও একটি রেকর্ড গড়েছেন বাবর। এই সংস্করণে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড এখন তার। ২৯৮ ইনিংসে বাবরের রানসংখ্যা এখন ১১,০২০। এই পথে বাবর ভেঙেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড। মাইলফলকটিতে পৌঁছাতে গেইলের লেগেছিল ৩১৪ ইনিংস। অর্থাৎ প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০-এর কম ইনিংস খেলে ১১ হাজার রানের দেখাও পেলেন বাবর।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার এবং স্বীকৃত টি–টোয়েন্টিতে ১১ হাজার রানই নয়, বাবর আরও একটি হাজারের মাইলফলক স্পর্শ করেছেন। ৩১ রানের ইনিংসের পথে ছুঁয়েছেন পেশাদার ক্রিকেটে ২৬ হাজার রানের ঘর।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ