রানবন্যার এক টি-টোয়েন্টি। দুই ইনিংস মিলিয়ে হয়েছে ৪১৬ রান। শেষ হাসি দক্ষিণ আফ্রিকার মুখে। পাকিস্তানের দেওয়া ২০৬ রানের লক্ষ্য প্রোটিয়া টপকে গেছে ৩ বল আর ৭ উইকেট হাতে রেখেই। এতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা (৩ উইকেটে ২১০ রান)।
শুক্রবার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে রানতাড়ায় তৃতীয় সর্বোচ্চ জয় পায় দক্ষিণ আফ্রিকা। এতে ২০২২ সালের আগস্টের পর প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজে জেতে প্রোটিয়ারা। এ সময়ের মাঝে সংক্ষিপ্ত ফরম্যাটের ৮টি সিরিজে জয়হীন ছিল তারা।
সেঞ্চুরিয়ানে আগে ব্যাটিং করতে নেমে ধিরস্থির শুরু করে পাকিস্তান। ১৩ বলে ১১ রান করে অধিনায়ক রিজওয়ান ফিরলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে বাবর আজমকে সাথে নিয়ে দলের ইনিংস মেরামত করেন সাইম আইয়ুব। ৩১ রান করে বাবর পরাস্থ হন লিন্ডের বলে। ১০৩ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।
শেষ পর্যন্ত আইয়ুবের অপরাজিত ৯৮ আর ইরফানের ৩০ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান। বড় স্কোর তাড়া করতে নেমে দলিয় ৬ রানে ওপেনার রায়ান রিকিলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ২৯ বলে ফিফটি করার পর ৫৪ বলে ৯টি ছক্কা আর ৬টি চারের মারে শতক হাকান হেনড্রিক্স। ভ্যান ডার ডুসানও ৩৩ বলে ফিফটি তুলে নেন। এ দুই ব্যাটারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ