ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অভিষিক্ত জাঙ্গুর ঝড়ো সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২

স্কোরবোর্ডে রানের পাহাড় জমা করেও হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ। প্রথম দু’ম্যাচের মতোই শেষ ওয়ানডের ভাগ্যেও তাই জুটেছে। অভিষিক্ত আমির জাঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানে ভর করে ৪ উইকেট ও ২৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সৌম্য ৭৩ বলে ৭৩, মিরাজ ৭৩ বলে ৭৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ ৬৩ বলে ৮৪ ও জাকের ৫৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ নেন ২টি উইকেট।

৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ বলে ১৫ করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ব্রান্ডন কিং। এর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

অলিক আথানজেকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন নাসুম আহমেদ। ৮ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর ৬ বলে ৩ রান করা শাই হোপকে আউট করেন পেসার হাসান মাহমুদ।

হোপের বিদায়ের পর শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামাল দেন কিসি কার্টি। ৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৬ রানে ৩৩ বলে ৩০ রান করে আউট হন রাদারফোর্ড।

এরপর অভিষিক্ত আমির জাঙ্গুকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কার্টি সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। ১৩২ রানের জুটি গড়েন তারা। সেঞ্চুরি থেকে ৫ দূরে থেকে আউট হন কার্টি। ৮৮ বলে ৯৫ রান করেন তিনি।

এরপর দ্রুতই রস্টন চেজকে আউট করে বাংলাদেশকে আশা দেখান রিশাদ হোসেন। তবে গুড়াকেশ মোতিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জাঙ্গু। আগ্রাসী ব্যাটিংয়ে অভিষেক ম্যাচেই ৭৯ বলে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

তাদের ব্যাটে ভর করে ২৪ হাতে রেখে জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ৮৩ বলে ১০৪ ও গুড়াকেশ ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ২টি উইকেট।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ