গোলের জন্য মরিয়া হয়েও প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারল না ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে অবশ্য এমন দৃশ্য তাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে উঠেছে। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের কাছে ২-০ গোলে হেরেছে মৌসুমের অন্যতম ছন্নছাড়া পেপ গার্দিওলার দল। বল দখলে বেশ আধিপত্য দেখালেও আর্লিং হালান্ড-কেভিন ডি ব্রুইনারা জালের খোঁজ পাননি।
বুধবার (১২ ডিসেম্বর) আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যানসিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। দলটির হয়ে গোল করেছেন দুসান ভ্লাহোভিচ এবং ওয়েস্টন ম্যাককেনি।
এদিন ম্যাচের শুরু থেকেই বেশ অগোছালো ফুটবল খেলতে থাকে ইংলিশ জায়ান্টরা। সেই সুযোগে আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা ৩৬তম মিনিটে প্রথম এবং তিন মিনিট পর লক্ষ্যে প্রথম শট নিতে পারে সিটি।
বক্সে ঢুকে আর্লিং হলান্ডের শট এগিয়ে এসে হাত বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই এগিয়ে যায় জুভেন্টাস। ৫৩তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেড করেন ভ্লাহোভিচ, বল এদেরসনের বুকে লেগে গোললাইনে ড্রপ খেয়ে ভেতরে ঢোকে। ক্ষীপ্রতায় ঝাঁপিয়ে বল ফেরান ব্রাজিলিয়ান গোলরক্ষক, কিন্তু ততক্ষণে রেফারি বাজিয়ে দেন গোলের বাঁশি।
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা
পিছিয়ে পড়ার পর আক্রমণে একটু জোর দেয় সিটি। ৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে ইলকাই গুন্দোয়ানের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ইউভেন্তুসের গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিও।
৫৩ মিনিটে ফেদেরিকো গাত্তির প্রচেষ্টা ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এদেরসন। এর একটু পর তার্কিশ কেনান ইলদিজের ক্রসে দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন ভ্লাহোভিচ। আর ৭৫ মিনিটে চোখধাঁধানো এক ভলিতে ম্যাককেনিয়ে লক্ষ্যভেদ করলে সিটির ম্যাচে ফেরার আশা একরকম শেষ হয়ে যায়।
এই হারে সিটির চ্যাম্পিয়নস লিগের যাত্রাটা অনেকখানি কঠিন হয়ে গেলো। চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ২টি ম্যাচে হেরেছে এবং অন্য দুটিতে ড্র করেছে হালান্ডরা। এখন তারা ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে। প্লেঅফ খেলতে হলে অন্তত শীর্ষ ২৪-এর মধ্যে থাকতে হবে সিটিকে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ