ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘ভুল থেকে কিছুই শেখেনি বাংলাদেশ’

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫

এক দশক পর চরম ব্যাটিংয়ে বিপর্যয়ের মুখে ফেলে বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে শাই হোপের দল। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজও খোয়ালো বাংলাদেশ। এই ম্যাচ মেহেদী হাসান মিরাজের দল হেরেছে ৭ উইকেটে। লড়াইটাও করতে পারেনি। এতে ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ওয়ানডে হেরে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেছিলেন, ক্রিকেটারদের অনেক ভুল ছিল। এখনও তাদের সিরিজ জয়ের সুযোগ আছে। ভুল থেকে শিক্ষা নিয়ে বাকি দুই ম্যাচ জিতবেন তারা।

কিন্তু মিরাজের কথার হিতে বিপরীত হলো। দ্বিতীয় ওয়ানডেতে আরও বেশি ভুল করলেন ক্রিকেটাররা। প্রথম ওয়ানডেতে ১৫৫টি ডট বল খেলে ফেলেছিল বাংলাদেশ। ছিল ৩০০ রান করতে না পারার আক্ষেপ। যদিও পুঁজি ছিল লড়াই করার মতো ২৯৮ রানের। কিন্তু এবার বাংলাদেশকে চরম হতাশ করলেন ব্যাটাররা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অলআউট জয় ২২৭ রানে ৪৫.৫ ওভারে।

শেষদিকে মাহমুদউল্লাহ ও তানমজিম হাসান সাকিব যদি ৯২ রানের জুটি না করতেন, তাহলে বাংলাদেশ ২০০ রানের ঘরও পেরোতে পারতো না। কেননা ২০ রানেই সফরকারীরা হারিয়ে ফেলেছিল ৪ টপঅর্ডারকে।

শুরুর ধাক্কা সামলে নিতে ব্যর্থ হয়েছেন মিডলঅর্ডাররাও। যে কারণে পুঁজিও বড় করতে পারেনি বাংলাদেশ। নিজেদের ব্যর্থতা ম্যাচের পর স্বীকার করে ব্যাটাররে দুষেছেন মিরাজ।

তিনি বলেন, ‘আমরা প্রথম দিকে রান পাইনি। ২০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। তারপরও আমরা ভেবেছিলাম, কামব্যাক করতে পারবো। আমাদের স্কোর যথেষ্ট ছিল না। ৩০০ প্লাস দরকার ছিল। মাঝের ওভারে ভালো ব্যাট করতে পারিনি। কোনো পার্টনারশিপ হয়নি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি।’

অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ ও তানজিম সাকিবের ৯২ রানের ইনিংসের প্রশংসা করেন মিরাজ। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে। আমাদের ভুলের কারণেই আমরা হেরেছি।’

কম পুঁজি নিয়েও শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ। নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গতির ঝড় তোলেন তিনি।

তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ