ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে সফরকারীরা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন এসেছে টাইগাররা। ডানহাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশেও পরিবর্তন এসেছে একটি। ডানহাতি পেসার আলজারি জোসেফের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মার্কিনো মিন্ডলি। এই ম্যাচ দিয়ে তার ওয়ানডে ডেব্যু হবে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফেইন রাদারফোর্ড, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, মার্কিনো মিন্ডলি ও জেডেন সিলস।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ