ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিফপ্রোর বিশ্ব একাদশ থেকে বাদ পড়লেন মেসি

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:২২

প্রতি বছরই সেরা পারফরম্যান্স করা ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ ঘোষণা করে থাকে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এবারও ব্যতিক্রম নয়। এবার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো থাকলেও চূড়ান্ত একাদশে জায়গা পাননি এই দুই তারকা ফুটবলার। আর একাদশে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।

সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ‘ফিফপ্রো’। সেরা একাদশে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের আছেন সর্বোচ্চ ছয়জন। এছাড়া টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন। রিয়াল ও সিটির বাইরে জায়গা পেয়েছেন কেবল একজন- লিভারপুল ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

রিয়ালের ছয় খেলোয়াড়ের মধ্যে আছেন ২০২৩-২৪ মৌসুমে শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসও। রিয়ালের অন্য পাঁচজন দানি কারভাহাল, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহাম, কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। এমবাপে অবশ্য বছরের প্রথম ভাগে খেলেছেন ফরাসি ক্লাব পিএসজির হয়ে। সিটির চারজন এডেরসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ডি’অরজয়ী রদ্রি। কারভাহাল, রুডিগার, এডেরসন ও রদ্রি প্রথমবার জায়গা পেয়েছেন ফিফপ্রোর বর্ষসেরা একাদশে।

বর্ষসেরা একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ