লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনা পেছনে ফেলার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সেই ম্যাচে জয় তুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা। তবে জিরোনাকে বড় ব্যবধানে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে তাদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল তিনটি করেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গিল।
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে বার্সেলোনা তবে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট দুই নম্বরে রিয়াল। অর্থাৎ পরের ম্যাচেই শীর্ষে উঠার সুযোগ বর্তমান চ্যাম্পিয়নদের।
এদিন খেলার ৩৬ মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান গুলের। ৬২ মিনিটে জিরোনার জালে শেষ পেরেক ঠুকে দেন এমবাপে।
দ্বিতীয়ার্ধ্বে চোট পেয়ে বেলিংহ্যামের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া রিয়াল সমর্থকদের অস্বস্তিতে ফেললেও খেলা শেষে তিনি আবার মাঠে প্রবেশ করে স্বাভাবিক ফিটনেসের কাজ করেছেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ