ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আবারও রিয়াল মাদ্রিদের হার, এমবাপ্পের পেনাল্টি মিস

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১

রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। গ্যালাকটিকোসদের হয়ে প্যারফরম্যান্সে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সেই জৌলুস নেই। এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারও পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান। এমবাপ্পের এমন দিনে অ্যাথলেটক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল।

বাংলাদেশ সময় বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে বিলবাওয়ের মাঠে জিতলে এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকত কার্লো আনচেলত্তির দল রিয়াল। অর্থাৎ হাতে থাকা বাড়তি ম্যাচে জিতলে কোনো হিসাব ছাড়াই শীর্ষে চলে যেত ক্লাবটি।

কিন্তু বিলবাওয়ের বিপক্ষে হারের পর ১৫ ম্যাচের রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। অ্যাথলেটিক ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ।

বিলবাওয়ের মাঠে এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের দখল রাখলেও, সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল রিয়াল। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি তারা। ১৫ মিনিট পর মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুদিগার ফাউল হয় প্রতিপক্ষের বক্সে।

এমবাপ্পে রিয়ালকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পান। কিন্তু গত সপ্তাহে লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগ হারের ম্যাচে পেনাল্টি মিস করা ফ্রান্স ফরোয়ার্ড আবারও দুর্বল শট নেন। অ্যাথলেটিক কিপার জুলেন আগিরেজাবালার জন্য সেটি ঠেকানো বেশ সহজ ছিল।

এই অর্ধে গোল অবশ্য বিলবাও নিজেও পায়নি। বিরতির পর অবশ্য দুই দলই মরিয়া ছিল গোলের জন্য। তবে প্রথম গোলটি আদায় করে নেয় বিলবাও। গোলটি করেন আলেসান্দ্রো রেমিরো। ছন্দে ফেরা জুড বেলিংহাম ৭৮ মিনিটে গোল করলেও শেষ রক্ষা হয়নি।

কিন্তু এক মিনিট পর ফেডেরিকো ভালভার্দে মারাত্মক ভুলে গোরকা গুরুজেতাকে পাস দিলে তিনি থিবো কোর্তোয়াকে অসহায় বানিয়ে জাল কাঁপান। ৮০ মিনিটে বিলবাওয়ের হয়ে গোরকা গুরুজেটা গোল করে ম্যাচ নিয়ে যায় রিয়ালের হাত থেকে।

এরপর রিয়ালকে আর ফিরতেও দেয়নি তারা। এদিনও মাঠে ছিলেন না চোটে পড়া ভিনিসিয়ুস। ফলে গুরু দায়িত্ব ছিল রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহামের ওপর। কিন্তু দলের হার ঠেকাতে পারেননি তারা। শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ