ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তাসকিনের ফাইফার

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৮

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে। হাতে ছিল একটি উইকেট। বাংলাদেশ তখনও পিছিয়ে ১৮১ রানে। সেখান থেকে যে কোনো দলই যতক্ষণ পারে ব্যাটিং করার চেষ্টা করবে।

তবে চতুর্থ দিন সকালেই সবাইকে চমকে দিল বাংলাদেশ। ওই রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্য বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

তবে ইনজুরির সমস্যার কারণে টেস্টে ক্রিকেটে এতদিন তাসকিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারনেনি। বা বলা যায় খুব একটা খেলারই সুযোগ পাননি। ২০১৭ সালে অভিষেক হলেও খেলছেন মাত্র ১৬ তম টেস্ট। তবে শতভাগ ফিট তাসকিন যে লাল বলেও কতটা ভয়ানক হতে পারেন সেটাই যেন দেখালেন অ্যান্টিগাতে। ইনসুইং, শর্ট বল, লেন্থ বল, ইয়র্কার সব ধরনের ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন তাসকিন।

অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে মাকাইল লুইস, কেসি কার্টি, হজ, জাস্টিন গ্রেভস, শামার জোসেফ ও কেমার রোচসহ ৬ উইকেট নিয়েছেন তাসকিন। যার মধ্যে শামার জোসেফকে দারুণ এ ইয়র্কারে বোল্ড করেই টেস্টে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন স্পিডস্টার।

এর আগে, টেস্টে তার সেরা বোলিং ফিগার ছিল ৩৭ রানে ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া বাংলাদেশের অষ্টম পেসার তাসকিন। ক্যারিবিয়ানে ফাইফার পাওয়া দ্বিতীয় পেসার। আর ৬ উইকেট পাবার হিসেবে বাংলাদেশের পঞ্চম পেসার তাসকিন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ