ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪৫০ রান করে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩

প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫০ রান, এরপর দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত ২ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। ২৬১ রানের মাথায় নেই ৭ উইকেট। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ধরেই নিয়েছিলেন, ৩০০ রানের আশপাশে হয়তো ক্যারিবীয়দের বেধে ফেলতে পারবে টাইগার বোলাররা।

কিন্তু সবার সব হিসাব উল্টে দিলেন জাস্টিন গ্রিভস এবং কেমার রোচ। ১৪০ রানের বিশাল এক জুটি গড়লেন এ দু’জন। যদিও তাদের এ জুটির পেছনে বাংলাদেশের বোলার-ফিল্ডারদেরও কম অবদান ছিল না। আউট হলেও আবেদন করে না বাংলাদেশের খেলোয়াড়রা, তাতে এমন জুটি গড়া তাদের জন্য খুবই সহজ।

এর আগে দ্বিতীয় দিন শুরুতে স্বাগতিক শিবিরে দুই ধাক্কা দিয়েছেন হাসান মাহমুদ। জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেপকে আউট করেন এই পেসার। পরে কেমার রোচকে নিয়ে প্রথম সেশন শেষ করেছেন গ্রেভার্স।

ওয়েস্ট ইন্ডিজ ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে। ক্রিজে থাকা জাস্টিন গ্রেভারর্স ৬৪ রান করেছেন। তার সঙ্গী কেমার রোচ ১৮ রান করে দলকে লাঞ্চের বিরতিতে নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার মাইকেল লুইস ২১৪ বলে ৯৭ রান করে আউট হন। আলিক আথানজে ৯০ রান করেন। কেভান হগের ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি, অধিনায়ক মেহেদী মিরাজ ও তাসকিন ২টি করে এবং তাইজুল একটি উইকেট নেন।

পাহাড় সমান রানের চাপে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটাররা বেশ সতর্ক হয়েই ইনিংস শুরু করেন। বাংলাদেশ ৮ ওভার খেলে বিনা উইকেটে ১০ রান তুলেছে। জয় ৫ ও জাকির ৫ রানে ব্যাটিং করছেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ