ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবৈধ বোলিং: ভারতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

প্রকাশনার সময়: ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৩

একদিন পরই আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবে অনুষ্ঠিতব্য সেই নিলামের ঠিক আগে দুঃসংবাদ পেলেন দুই ভারতীয় ক্রিকেটার। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ২ বোলারকে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। আরও ৩ জনকে রাখা হয়েছে সন্দেহের তালিকায়। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়ে এই বিষয়ে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এ ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।

বিসিসিআইয়ের এমন খবর জানার পর আইপিএলের নিয়মিত মুখ মানীশ, দীপককে আর এ আসরে দেখা যাবে না। দল না পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ৩ ক্রিকেটারেরও।

আগামী ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ