আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানদের ২৫৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
শনিবার (৯ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এতে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তিনে ব্যাট করতে নেমে সৌম্য সঙ্গ নিয়ে রান করতে থাকেন শান্ত। তারা ৭১ রানের জুটিতে গড়েন। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন সৌম্য। ১৯তম ওভারে পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই টাইগার ওপেনার। তবে এক প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন নাজমুল। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। তাদের ব্যাটে ভর করে ১৫০ রান পার করে টাইগাররা। এরপর আর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ৩৩ বলে ২২ রান করে আউট হন এই টাইগার অলরাউন্ডার।
এদিকে বল ডট দিলেও পিচে থেকে লড়াই করেছিলেন শান্ত। কিন্তু ১১৯ বলে ৭৯ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন টাইগার অধিনায়ক। ৯ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহও। এতে ছন্দ হারায় বাংলাদেশ।
এরপর অষ্টম উইকেটে জুটি গড়ে দলের ইনিংস মেরামত করেন অভিষিক্ত জাকের আলী এবং এক বছর পর দলে ফেরা নাসুম আহমেদ। ২৪ বলে ২৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন নাসুম।
শেষ পর্যন্ত তাসকিনের ২ রান এবং জাকেরের ২৭ বলের অপরাজিত ৩৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাঙ্গেয়ালিয়া খারোতে। এ ছাড়াও রশিদ খান এবং আল্লাহ গজানফর দুটি করে উইকেট শিকার করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ