প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো যেন অভ্যাসে পরিণত হয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৬ নভেম্বর) রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো।
ঘরের মাঠে শুরুতেই বার্সেলোনার জালে বল জড়িয়েছিলো রেড স্টার। কিন্তু অফসাইডে কাটা পড়ে সেই গোল। ১৩ মিনিটে লিড নেয় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে দারুন হেডারে স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ২৭ মিনিটে সমতায় ফেরে রেড স্টার। সিলাসের গোলে উৎসবে মাতে স্বাগতিক ভক্তরা। তবে এরপরই স্বরুপে ফেরে বার্সা, ৪৩ মিনিটে আবারো দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। ৫৩ মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন এই পোলিশ স্ট্রাইকার।
গোল উৎসবে যোগ দেন দারুন ফর্মে থাকা রাফিনিয়া। ৫৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান। ম্যাচের ৭৬ মিনিটে বার্সার ৫ম গোল করেন ফেরমিন লোপেজ।৮৪ মিনিটে রেড স্টার এক গোল শোধ দিলেও, ৫-২ গোলে বড় জয় পায় হ্যান্সি ফ্লিক্সের দল।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং খেলছে বার্সা। স্প্যানিশ ক্লাবটি ৪ ম্যাচে মোট ১৫ গোল করেছে। এর মধ্যে ৫টি গোল করে এখন পর্যন্ত যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা ও লেওয়ানডস্কি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ